Friday, March 31, 2023

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন শুভেন্দু অধিকারী, দেখুন ছবি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আজ শুক্রবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হিসেবে হলদিয়ায় মহকুমা শাসক দফতরে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, স্মৃতি ইরানী (Smriti Irani), বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। এদিন শিবরাত্রি উপলক্ষে নন্দীগ্রামের সাতটি মন্দিরে পুজোও দেন তিনি।

এদিন শুভেন্দু ফের আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘এই মাঠ চেনা, পুরনো প্লেয়ার আমি, কেবলমাত্র ঝাণ্ডাটাই নতুন। এরপরই তিনি কটাক্ষের সুরে বলেন তৃণমূলে পিসি-ভাইপো ছাড়া কারও মর্যাদা নেই। তৃণমূলে বাকি সবাই ল্যাম্পপোস্ট। তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটিড কোম্পানিতে পরিণত হয়েছে। আসন্ন নির্বাচনে মানুষ তার জবাব দেবে।

প্রসঙ্গত, গত বুধবার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা করেছেন। এবং আজ সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়ও মনোনয়ন পেস করতে চলেছেন। সব মিলিয়ে বলা চলে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে সবথেকে হাইভোল্টেজ ভোট হতে চলেছে নন্দীগ্রামেই।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট