আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আজ রবিবার মোদির বিগ্রেডে থাকছে চমক। মোদির সভায় উপস্থিত অভিনেতা মিঠুন চক্রবর্তী, দীনেশ ত্রিবেদী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। ইতিমধ্যেই জানা গিয়েছে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী, কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত থেকে তুলে নিলেন দলীয় পতাকা।
ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে কপ্টারে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন রেসকোর্স। সেখান থেকে আসবেন ব্রিগেড সভামঞ্চে।
Prime Minister Narendra Modi to address a public rally at Brigade Parade Ground in Kolkata today pic.twitter.com/45TZyJPEhk
— ANI (@ANI) March 7, 2021