Sunday, March 26, 2023

রেগে গিয়ে দলীয় কর্মীকে থাপ্পড় মারলেন বাবুল সুপ্রিয়, তারপর কী হল জানেন?

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: দোলের দিন বিজেপির দলীয় কার্যালয়ে এক কর্মীকে থাপ্পর মেরে বিতর্কে জড়ালেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। গতকাল দোল উৎসব উপলক্ষে রানিকুঠির বিজেপি কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে স্ত্রী ও মেয়েকে নিয়ে উপস্থিত হয় টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

ঘটনাটি ঘটে যখন বাবুল সুপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। ঠিক ওই সময় দলীয় কর্মীদের মধ্যে থেকে একজন বলে ওঠে “ছবি তুলে কিছু হবে না। এখানে লড়তে হবে।” এই একটি কথাতেই মেজাজ হারান বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এবং তারপরই যুবককে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে থাপ্পড় মারতে দেখা যায়।

এই বিষয়ে প্রশ্ন উঠলে, বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, অহিংসা ছড়ানোর জন্য তৃণমূল বিজেপির মধ্যে নিজেদের কর্মীদের ঢুকিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন এর মধ্যে মীরজাফরও আছে রয়েছে বিভীষণও।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট