৩৯-এ পা দিলেন ক্যাপ্টেন কুল, জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় জুড়ে শুভেচ্ছার জোয়ার

আউটলাইন বাংলা স্পোর্টস ডেস্কঃ আজ মঙ্গলবার ক্রিকেট বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন, ক্যাপ্টেন কুল এমএস ধোনি আজ ৩৯ বছর বয়সে পা দিলেন। ক্যাপ্টেন কুলের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে। তাঁর ভক্ত থেকে বিসিসিআই (BCCI) ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছবি ও ভিডিও পোষ্ট করেছেন।

এমএস ধোনিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিং। তাঁরা দলের অধিনায়ক কে শুভেচ্ছা জানিয়েছে দুটি বিশেষ ছবির মাধ্যমে। ওই দুটি ছবির মধ্যে প্রথম টিতে দেখা গিয়েছে ২০১১ বিশ্বকাপ ফাইনালের ম্যাচ উইনিং ছক্কা এবং দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে হেলিকপ্টার ছক্কা গ্যালারিতে গিয়ে পড়ছে।

কিছুদিন আগেই জন্মদিন উপলক্ষে এম এস ধোনিকে উত্সর্গীকৃত একটি গানের টিজার প্রকাশ করেছিলেন ডিজে ব্র্য়াভো। তাই রাত ১২ টা বাজতেই প্রকাশ করল ধোনির জন্মদিনে ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্র্যাভোর স্পেশাল গিফট “হেলিকপ্টার সং”।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস