Friday, March 24, 2023

bird flu সংক্রমণ বাড়ছে দেশ জুড়ে, কড়া সতর্কতা জারি করল কেন্দ্র

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশ জুড়ে করোনা মহামারীর মধ্যেই বার্ড ফ্লু (bird flu) ঘিরে আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যেই সাতটি রাজ্যে মিলেছে বার্ড ফ্লু-র (bird flu) নমুনা। এমন পরিস্থিতির জন্য সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। গত কয়েকদিনে দেশ জুড়ে হাজার হাজার পাখির মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, বার্ড ফ্লু (bird flu) সংক্রমণ ছড়িয়েছে কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট এবং উত্তর প্রদেশে। বার্ড ফ্লু (bird flu) জেরে দাম কমছে চিকেন ও ডিমের। যে সমস্ত এলাকায় বার্ড ফ্লু সতর্কতা জারি হয়েছে, সেই সমস্ত এলাকায় হাঁস-মুরগি মাংস, ডিম এবং অন্যান্য পোলট্রিজাত পণ্যের কেনাবেচা বন্ধ রাখা হয়েছে।

কেন্দ্রীয় মৎস্য এবং প্রাণী কল্যাণ দফতর সংক্রমণ রুখতে সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যকে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। গত কয়েক দিনে মধ্যপ্রদেশে সাতটি এলাকায় হাজারেরও বেশি কাকের মৃত্যু হয়েছে। এছাড়াও জানা গিয়েছে, বার্ড ফ্লু (bird flu) আতঙ্কে গাজিপুর পোল্ট্রি মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। এই সংক্রমন রুখতে রাজ্য গুলিকে নির্দেশ দিয়ে চলেছে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট