আউটলাইন বাংলা ডেস্ক: করোনা আতঙ্কের মধ্যেই এবার ভয় দেখাচ্ছে বার্ড ফ্লুও (Bird Flu)। এর আগে রাজস্থানে ময়ূর মারা যাওয়ার খবর মিলেছিল। ক্রমশ তা ছড়িয়ে পড়তে শুরু করেছে অন্যান্য রাজ্যেও। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কাক এবং অন্যান্য পাখি মারা যাওয়ার খবর মিলছে।
রাজস্থানের ঝালওয়ার, কোটা, বারান, যোধপুর থেকে পাখিদের মৃত্যুর খবর সামনে আসার পরই নড়েচড়ে বসে রাজ্যের প্রশাসন। জারি করা হয় বার্ড ফ্লু অ্যালার্ট। বার্ড ফ্লু ছড়িয়েছে। সমস্ত আক্রান্ত এলাকার কালিংয়ের নির্দেশ দিয়েছে কেরল সরকার।
হিমাচল প্রদেশে ইতিমধ্যেই প্রায় আড়াই হাজার পরিযায়ী পাখি মারা গিয়েছে। প্রথমে মৃত্যুর কারণ সঠিক ভাবে বোঝা না গেলেও এখন স্পষ্ট, বার্ড ফ্লু ভাইরাসেই মৃত্যু হয়েছে ওই পাখিদের। গত দশ দিনে অন্তত চারশোটি মৃত কাকের সন্ধান মিলেছে। মৃত পাখিদের পরীক্ষা করে সন্ধান মিলেছে ভাইরাসের। প্রশাসনের তরফে শুরু হয়েছে নজরদারি। বিভিন্ন পোল্ট্রি ফার্ম গুলির দিকে নজর দেওয়া হচ্ছে, নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।