Friday, March 31, 2023

চোরের অজান্তেই বাইক চুরির ছবি ধরা পড়ল ক্যামেরায়

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ বাইক চুরির ঘটনা নতুন নই। সব থেকে সহজে চুরি করার অন্যতম বস্তু বাইক, যা একবার চুরি হলে পাওয়ার আশা থাকে না বললেই চলে। তবে এবার হয়ত তেমন নাও হতে পারে। কারন চোরের অজান্তেই সি সি টিভি ক্যামেরায় উঠে গেল চোরের ছবি।

 

ঘটনা টি ঘটেছে বীরভূমে, সিউড়ির রবীন্দ্র পল্লীতে। একটি টায়ারের দোকানদারের কর্মচারী আজ সকাল বেলা দোকানের পাশে মোটরবাইকটি রেখে দোকানের ভেতরে কাজ করছিলেন। সেই সময় একটি চোর এসে প্রথমে মোটর বাইকের হ্যান্ডেল ভাঙ্গে, ও পরে মাস্টার কি দিয়ে গাড়িটিকে অন করে নিয়ে চলে যায়। আর সেই ছবি ধরা পরল ওই দোকানের সিসিটিভি ক্যামেরাতে। সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে দোকানের মালিক।

আরও পড়ুন- রেশন কুপন বিলি নিয়ে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের বিক্ষোভ, ডেপুটেশন

সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে লাল জামা পরিহিত এক বেক্তি মোটর সাইকেল টি নিয়ে যাচ্ছে। তার মুখ রুমাল দিয়ে ঢাকা। সিউড়ি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে আমরা তদন্ত করছি, অপরাধিকে শিগগির ধরা হবে। মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট