বিগ B ক্ষমা চাইলেন অনুরাগীর কাছে, কিন্তু কেন?

আউটলাইন বাংলা ডেস্কঃ বয়স প্রাই আশি, তাও জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে শেখান বিগ বি। করোনার Corona Virus মতো রোগকে হার মানিয়েছেন তিনি। আবার শুটিং ফ্লোরে ফিরেছেন তিনি। ফিরে এসে নিয়মিত ব্লগ লেখেন। কিছু পছন্দ হলেও শেয়ার করেন। মাঝে মধ্যে টুইটের নম্বর ভুল করে ফেলার জন্য ক্ষমা চান। এবার এক মহিলা কবির কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন।

কিন্তু কেন? সেটাই প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। কেউ তাঁকে সেটি হোয়াটসঅ্যাপে (Whatsapp) পাঠিয়েছিল। কে কবিতাটি লিখেছেন তা জানতেন না বিগ বি। কিন্তু কবিতাটি এতই পছন্দ হয়েছিল যে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার লোভ সামলাতে পারেননি। নিজের কবিতার লাইন দেখে চিনতে পারেন টিশা আগরওয়াল নামের ওই মহিলা। টুইট করে তিনি তা বিগ বি কে জানান।

সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন অমিতাভ বচ্চন। টুইট করে লেখিকাকে ট্যাগও করেন। লেখিকা প্রত্যুত্তরে তাকে ধন্যবাদ জানান। দেখুন সেই টুইট

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,918FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস