Outlinebangla Desk: ভারতে করোনা ভাইরাস সংক্রমণ রোজই উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা। অক্সিজেনের অভাবে প্রচুর লোক মারা গেছে। এই পরিস্থিতিতে অনেক দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। এবার অক্সিজেনের যোগান দিতে ভারতের পাশে দাঁড়িয়েছে বাইডেন সরকার। ১০০ মিলিয়ন ডলারের অক্সিজেন ভারতে পাঠাচ্ছে আমেরিকা।
বুধবার হোয়াইট হাউসে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার থেকে ভারতে অক্সিজেন পাঠানো শুরু করবে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, ১০০০ অক্সিজেন সিলিন্ডার, ১৫ মিলিয়ন এ৯৫ মাস্ক, ৯ মিলিয়ন র্যাপিড টেস্ট কিট এবং ভ্যাকসিন তৈরির কাঁচামাল ভারতে পাঠাবে। এছাড়াও আমেরিকা ভারতে AstraZeneca পাঠাবে, যা থেকে কোভিড ১৯ ভ্যাকসিনের ২০ মিলিয়ন ডোজ তৈরি করা যাবে।
প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় ফের রেকর্ড সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,৬৪৫ জনের। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২,৬৯,৫০৭ জন।