এবার অটোরিকশাতে ভ্রমণের সময়ই পাবেন চিড়িয়াখানার স্বাদ, দেখুন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসার ফলে, আনলকের মধ্যে দিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দেশ। তবে আনলকে সব কিছু ধাপে ধাপে খুললেও বন্ধ রয়েছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা বন্ধ থাকলেও এবার চিড়িয়াখানার স্বাদ পাবেন অটোরিকশাতে। হ্যাঁ ঠিকই শুনেছেন, অটোরিকশাতে। সম্প্রতি ভূবনেশ্বরের অটোচালক সুজিত দিগাল তাঁর অভিনব চিন্তা ধারায় নিজের অটোতেই ভরিয়ে দিয়েছেন গাছপালায়, সাথে রয়েছে একটি অ্যাকুরিয়াম, রয়েছে ছোট্ট একটি খাঁচা এবং খরগোশ।

অটোচালক সুজিত দিগালের কথায়, করোনার জেরে দীর্ঘদিন লকডাউন চলায় গ্রামের বাড়ি ফিরতে পারিনি। তাই একাকীত্ব দূর করতে নিজের অটোর মধ্যেই তৈরি করেছি গাছপালা আর রেখেছি পশুপাখি। এর ফলে গ্রামের কিছুটা অনুভূতি পাই।

অটোচালক সুজিত নিজ চিন্তা ধারায় তৈরি করেছেন এই মিনি জু। তবে সমস্যাটা একটু অন্য রকম, অটোর মধ্যে মাছ ও খাঁচায় বন্ধ পাখিদের থাকতে সমস্যা হতে পারে। এই ব্যপারে অনেকেই সংসয় প্রকাশ করেছেন। তবে বর্তমান সময়ে অটোর মধ্যে গাছ রাখছে অনেকেই।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস