Outlinebangla Digital Desk: টোকিও অলিম্পিকের পর এবার প্যারা অলিম্পিকেও গড়ল নয়া ইতিহাস। সেই ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় প্যারা অ্যাথলিট ভাবিনাবেন প্যাটেল। টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রথমে সেমিফাইনাল এবং পরে ফাইনালে পৌঁছালেন। তার সাথে নিশ্চিত করলেন পদক।
গুজরাটের বাসিন্দা ৩৪ বছরের ভাবিনা শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে টেবিল টেনিস তারকা রানকোভিচ পেরিচকে মাত্র ১৮ মিনিটের লড়াইয়ে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। শুক্রবারের পর শনিবার সেমিফাইনালে চিনের ঝাং মিয়াওকে হারিয়ে দেন তিনি। প্রথমে পিছিয়ে পড়লেও পরে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ান। ৩৪ মিনিটের দীর্ঘ সেমিফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেলেন ভাবিনা। রবিবার ফাইনালে তিনি মুখোমুখি হতে চলেছেন ইং ঝুংয়ের।
And that's how she did it! 💪#IND's @BhavinaPatel6's winner that sealed her a spot in the Class 4 #ParaTableTennis gold medal final!
Watch 🎥 👇#Paralympics #Tokyo2020pic.twitter.com/E4N3GXlN6T
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 28, 2021
ফাইনালে জয়ের পর প্যারা অলিম্পিক থেকেও সোনা আসতে চলেছে। দেশের সমস্ত মানুষ এখন ভাবিনার দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন। তাঁর সোনা জয়ের প্রার্থনা করছে ভারত। ভাবিনার বাবাও নিশ্চিত এবার মেয়ে স্বর্ণপদক আনবে।