Thursday, March 23, 2023

জল্পনায় ইতি টেনে, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ শুভেন্দু অধিকারীর

আউটলাইন বাংলা ডেস্কঃ আজ তৃণমূলের অভিজ্ঞ কর্মী ও নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন। তিনি সেচ,পরিবহণ, জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন। এই দপ্তর গুলির কোনোটাই নিজের হাতে রাখলেন না। এর আগে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনারের (এইচআরবিসি) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন।

এছাড়াও রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) কাছেও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)মন্ত্রিত্ব ত্যাগের ইস্তফাপত্র পৌঁছেছে। এই খবর রাজ্যপাল জগদীপ ধনকড় নিজেই টুইট করে জানিয়েছেন। তবে রাজ্যের মন্ত্রী হিসেবে পদত্যাগ করলেও এখনই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি।

আসন্ন নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হঠাৎ পদত্যাগ নিয়ে বাড়ছে জল্পনা, একুশে ভোটের আগে ফের দলবদল?

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট