গেরুয়া শিবিরে বড় ধাক্কা, তৃণমূলে গেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা

আউটলাইন বাংলা ডেস্কঃ রাজ্য জুড়ে যখন তৃণমূলের একাধিক নেতা গেরুয়া শিবিরে যোগ দিচ্ছে, ঠিক সেই সময় তৃণমূলে যোগ দিলেন বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। আজ সোমবার কলকাতার তৃণমূল ভবনে এসে শাসক দলে যোগ দেন সুজাতা মণ্ডল খাঁ। এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

তৃনমূলে যোগ দেবার পর সুজাতা মণ্ডল খাঁ জানিয়েছেন, যোগ্য নেত্রী হয়ে নিষ্ঠার সাথে কাজ করতে চাই আমার প্রিয় দিদির সঙ্গে। এছাড়াও তিনি অভিযোগের সুরে বলেন, বিজেপি-তে থাকা কালীন যোগ্য সম্মান পাননি,ও বিজেপিতে থাকা সুরক্ষার মনে করেননি।

সৌমিত্র খাঁ রাজ্য বিজেপি-র যুব মোর্চার সভাপতি। ২০১৯ লোকসভা নির্বাচনে সৌমিত্রের জয়ী হওয়ার পিছনে বড় ভূমিকা ছিল তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁয়ের। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁয়ের তৃণমূলে যোগ দেওয়াতে গেরুয়া শিবিরের বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। বিজেপির দাবি যে সুজাতার প্রস্থানে দলে কোনও প্রভাব পড়বে না।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস