Sunday, March 26, 2023

খামখেয়ালি প্রকৃতি! বালিঝড়ে হলুদ বেজিং, দেখুন ভিডিও

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ প্রকৃতির খামখেয়ালী মেজাজের কোনো সিমা থাকে না। কখনো কখনো চারিদিক সৌন্দর্যে ভরিয়ে তোলে আবার কখনো কখনো দুর্যোগ ডেকে আনে। সোমবার সকালে চিনের রাজধানী বেজিংয়ের (Beijing) যে দিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। আসলে এই হলুদ রঙ কোনো কৃত্রিম আলোর দ্বারা ছড়িয়ে পড়েনি। আসলে এটা বালিঝড়ের চিহ্ন। সাত সকালেই চারিদিক হলুদ দেখে সকলেই অবাক হয়েছেন।

এই ভয়ঙ্কর ধুলোবালির ঝড়টি গোবি মরুভূমি ও চিনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৃষ্টি হয়েছে। এই ঝড়ের জন্য ‘দ্য চিনা মিটিওরলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন’ (The China Meteorological Administration) হলুদ সতর্কতা জারি করেছিল। এই সংস্থার অরও জানিয়েছে, এই ধুলোঝড়টি ইনার মঙ্গোলিয়া থেকে গাংসু, সাংহাই ও হেবেই প্রদেশেও ছড়িয়ে পড়েছে।

এছাড়াও চিনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত এক দশকে এটিই সব চেয়ে বড় ধুলো ঝড়। আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে বেজিংয়ের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট