আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হয়েছে উডসল্যান্ড হাসপাতালে। আজ সকালে বেহালায় নিজের বাড়িতেই জিম করার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। জিম করতে করতেই পড়ে যান তিনি।
হাসপাতাল সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বুকে ব্যথা অনুভব করছেন। সম্ভবত মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের (হার্ট অ্যাটাক) কারণেই ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলেন তিনি। আপাতত ঠিক আছেন সৌরভ।
BCCI President Sourav Ganguly admitted to Woodland Hospital in Kolkata, West Bengal. More details awaited.
(file photo) pic.twitter.com/ps3mtE8tPJ
— ANI (@ANI) January 2, 2021
ঠিক কী কারণে এই ব্ল্যাক আউট তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। এবং পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে মত চিকিৎসকদের।
BREAKING: BCCI President Sourav Ganguly suffers heart attack; to get an angioplasty done today. pic.twitter.com/GcYwK7GpgT
— Circle of Cricket (@circleofcricket) January 2, 2021