Friday, March 31, 2023

মে মাসে ব্যাংক বন্ধ থাকবে ১২ দিন, একনজরে দেখে নিন ছুটির তালিকা

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল ভারত। এই পরিস্থিতিতে অকারণে বাইরে বেরোনো একদমই উচিত নয়। নানা রাজ্যে নানা বিধি-নিষেধ জারি করা হয়েছে। ব্যাংকে পরিষেবার সময় কমিয়ে ৪ ঘন্টা করার অনুরোধও করা হয়েছে। এছাড়া মে মাসে ১২ দিন বন্ধ থাকতে পারে ব্যাংক (Bank holidays in May 2021)। যদিও সব রাজ্যের ছুটি একরকমভাবে মানা হয় না। তাই কোন দরকারি কাজ থাকলে আজই তা করে নিন। চলুন দেখে নেওয়া যাক কবে ব্যাংক বন্ধ থাকছে।

ক্যালেন্ডারের দিকে তাকালেই দেখা যাবে মে মাসের প্রথম দুদিন অর্থাৎ ১ ও ২ তারিখ ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, জাতীয় ছুটিতে ব্যাংক বন্ধ থাকে। এছাড়া দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাংক বন্ধ থাকে।
১ মে- মে দিবস
২ মে – রবিবার
৭ মে – জামাত-ইু-বিদা। এই দিনে শুধু জম্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।
৮ মে – মাসের দ্বিতীয় শনিবার
৯ মে – রবিবার
১৩ মে – ঈদ-উল-ফিতর

১৪ মে – পরশুরাম জয়ন্তী,বাসব জয়ন্তী, অক্ষয় তৃতীয়া
১৬ মে – রবিবার
২২ মে – মাসের চতুর্থ শনিবার
২৩ মে – রবিবার
২৬ মে – বুদ্ধ পূর্ণিমা
৩০ মে – রবিবার
করোনা আবহের মধ্যে খুব প্রয়োজন না হলে ব্যাংকে না যাওয়াই ভালো। যাওয়ার আগে অবশ্যই ছুটির দিন গুলি দেখে পরিকল্পনা করুন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট