Thursday, March 23, 2023

Bank strike:বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ, মার্চ মাসে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ একাধিক সরকারি প্রতিষ্ঠান গুলিকে বেসরকারিকরণ করার পথে হাঁটছে কেন্দ্র। এবার মোদি সরকার ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছে। আর এরই প্রতিবাদে ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন এই ধর্মঘটের দাম দিয়েছে। আগামী ১৫ এবং ১৬ মার্চ গোটা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এই ধর্মঘট হলে আগামী মাসে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যার ফলে সমস্যার মধ্যে পড়তে পারেন গ্রাহকরা। মার্চ মাসের ১৩ তারিখ শনিবার হওয়ার কারনে, স্বাভাবিক ভাবেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। এবং ১৪ মার্চ রবিবার হওয়ার কারনে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এবং ধর্মঘট ডাকা হয়েছে, ১৫ মার্চ সোমবার ও ১৬ মার্চ মঙ্গলবার অর্থাৎ এই দু-দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ধর্মঘটের বিষয়ে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেছেন, ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে ব্যাহত হতে পারে এটিএম (ATM)পরিষেবা। যার জেরে ব্যাঙ্কের গ্রাহকদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা থেকে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট