Monday, March 27, 2023

এপ্রিলে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জরুরি কাজ সেরে ফেলুন আগে থেকেই

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুযায়ী, এপ্রিল মাসে বিভিন্ন বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক মোট ১৫ দিন বন্ধ থাকবে। প্রতিমাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। তাছাড়াও এপ্রিল মাসে রাম নবমী, গুড ফ্রাইডে, বাংলা নববর্ষ নানারকম উৎসব থাকার জন্যও বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ব্যাঙ্ক কবে খোলা ও বন্ধ তা জানা থাকলে কাজের সুবিধা হয়। সেই অনুযায়ী কাজের পরিকল্পনা করা যায়। তাছাড়া ফিনান্সিয়াল ইয়ার এন্ডের সময় ব্যাঙ্কে চাপও অনেক বেশি থাকে। তবে ব্যাঙ্কের ছুটি কখনও কখনও সব রাজ্যে একদিনে হয় না। কারণ রাজ্যে পালন করা উৎসবের উপর ব্যাঙ্কের ছুটি নির্ভর করে।

এক নজরে দেখে নেওয়া যাক কবে কবে ব্যাঙ্ক বন্ধ।

১ লা এপ্রিল-বার্ষিক অ্যাকাউন্ট বন্ধ করার কাজ চলবে।
২ রা এপ্রিল-গুড ফ্রাইডে।
৪ ঠা এপ্রিল-রবিবার।
৫ ই এপ্রিল-বাবু জগজীবন রামের জন্মদিন।
৬ ই এপ্রিল-তামিলনাড়ু বিধানসভা নির্বাচন।
১০ ই এপ্রিল-দ্বিতীয় শনিবার।
১১ ই এপ্রিল-রবিবার।
১৩ ই এপ্রিল-গুড়ি পদওয়া / তেলেগু নববর্ষ / উগাদি উৎসব / সজিবু নংমপানবা (চিরোবা) / প্রথম নবরাত্র / বৈশাখী।
১৪ ই এপ্রিল-বসাহেব আম্বেদকর জয়ন্তী / তামিল নববর্ষ দিবস / বিশু / বিজু উৎসব / চিরোবা / বোহাগ বিহু।
১৫ ই এপ্রিল-হিমাচল দিবস / বাংলা নববর্ষ/ বোহাগ বিহু / সারহুল।
১৬ ই এপ্রিল-বোহাগ বিহু।
১৮ ই এপ্রিল-রবিবার।
২১ শে এপ্রিল-শ্রী রাম নবমী / গড়িয়া পূজা।
২৪ শে এপ্রিল – চতুর্থ শনিবার।
২৫ শে এপ্রিল-রবিবার।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট