আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আর মাত্র দু-দিন, তারপরই দুর্গাপুজো (Durga Puja 2020) উৎসবে মেতে উঠবে বাঙালি। বাঙালির জনপ্রিয় উৎসব দুর্গাপুজোতে একে অপরের সাথে অনন্দ ভাগ করে নেওয়ার সাথে সাথে উপহার সামগ্রী দেওয়া নেওয়ার প্রচলন আছে বহুদিন ধরে। এবারের দুর্গাপুজো (Durga Puja 2020) উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) অভিনন্দন বার্তা দিয়ে উপহার পাঠালেন।
সুত্রের খবর অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina) উপহার হিসাবে পাঠিয়েছেন চারটি শাড়ি, ফুল ও ১০ কেজি মিষ্টি। তবে এই উপহার সামগ্রী এখনও হাতে পাননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee)। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, বেনাপোল-পেট্রপোল স্থলপথের সীমান্ত পেরিয়ে এই সমস্ত উপহারসামগ্রী বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) দেওয়া হবে।
এবার করোনার জেরে প্রতিটি ছোটো বড় পুজোর মন্ডপ থাকবে কন্টেইনমেন্ট জোন। পুজোর মণ্ডপ গুলিতে বাইরের লোকের প্রবেশ নিষেধ বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমস্ত ছোটো বড় পুজোমণ্ডপ গুলিতে ‘নো এন্ট্রি’ জানিয়েছে হাইকোর্ট।