Sunday, March 26, 2023

অর্থনীতি ক্ষয়িষ্ণু, এবার মাথাপিছু আয়ে ভারতকে পিছনে ফেলে এগিয়ে বাংলাদেশ

Outlinebangla Digital Desk: করোনা পরিস্থিতিতে বেহাল অবস্থা ভারতের। একদিকে তো স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। অন্যদিকে ভেঙে পড়েছে অর্থ ব্যবস্থা। মাথাপিছু আয়ের নিরিখে এবার ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেল বাংলাদেশ।

অর্থনীতির ভাষায়, মাথাপিছু আয় বলতে বোঝায় নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী সকলের গড় আয়। দেশবাসীর মোট আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে দেশের মাথাপিছু আয় পাওয়া যায়। বিশ্বজুড়ে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাথাপিছু আয় গত বছরের থেকে ৯ শতাংশ বেড়েছে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রকের মন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৬৪ মার্কিন ডলার থেকে বেড়ে এবছরে হয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। বর্তমানে ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ মার্কিন ডলার। বাংলাদেশের থেকে ২৮০ মার্কিন ডলার কম।

এই খবর প্রকাশিত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। এর আগে করোনা মোকাবিলায নিয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী বলে কটাক্ষও করা হয়েছে। বিদেশের পত্রিকাতেও ভারতে করোনা দ্বিতীয় ঢেউকে “মোদি মেড” বলে আখ্যা দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট