Outlinebangla Digital Desk: গত দেড় বছর ধরে সারা বিশ্ব করোনার সাথে লড়াই করছে।বহু মানুষের মৃত্যু হয়েছে। নিজেদের আপনজনকে হারিয়েছেন। এমনকি করোনার প্রকোপের ফলে অনেকেই দীর্ঘদিন তাঁদের প্রিয়জনদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেননি। সেইরকম এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার কৃষক বেঞ্জামিন জ্যাকসনের সঙ্গে। তাঁর খুব কাছের মাসি দেব মারা যাবার সময় দেখা করতে পারেননি তিনি। এবার এক অভিনব পদ্ধতিতে তিনি ভালোবাসা পাঠিয়েছেন মাসিকে।
বেঞ্জামিনের আছে অনেক ভেড়া। সেই ভেড়াদের জড়ো করেন বিশাল মাঠে। এরপর সেই ভেড়াদের নিয়ে মাঠের মধ্যে একটি বিশাল হার্ট বানিয়ে তার ভিডিও করেন। ভিডিওটি ড্রোনে শুট করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে সিমন ও গার্ফুনকেলের গান ‘ব্রিজ ওভার ট্রাবলড ওয়াটার’।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি তৈরি করতে বেঞ্জামিনের বেশ কষ্ট হয়েছে। তিনি হার্ট আকারে খাবার সাজিয়ে রেখেছিলেন মাঠে। সেই খাবার খেতে দৌড়ে এসে দাঁড়িয়ে পড়ে প্রত্যেকটি ভেড়া। তখনই হার্ট তৈরি হয়ে যায়। বেঞ্জামিন বলেন, “আমি জানি আমার এই কাণ্ড দেখে মেঘের আড়াল থেকে তিনি মুচকি হেসেছেন।“