আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবারের সফরে তিনি দু’দিন থাকবেন রাজ্যে। ১৯ ও ২০ জানুয়ারি রাজ্য সফরে আসবেন তিনি। বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, এই দু’দিনের সফরের মধ্যে তিনি এক দিন বনগাঁয় যাবেন এবং সেখানে জনসভা করবেন।
উলেক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই, সিএএ (CAA) চালু করার দাবিতে ফের সরব হলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এমন পরিস্থিতির মধ্যেই রাজ্যে সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলে যান, এখনই সিএএ (CAA) নিয়ে ভাবছে না কেন্দ্রীয় সরকার। এছাড়াও তিনি বলেছিলেন, করোনার টিকা আগে দেওয়া হবে, এবং তার পরে CAA, NRC নিয়ে কাজ শুরু হবে।
এর পরই বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছিলেন অমিত শাহ (Amit Shah) মতুয়াদের সামনে এসে বলুক তাঁর বক্তব্য। এর পাশা-পাশি তিনি জানান, করোনা ভাইরাস দেশের জন্য যত বড় সমস্যা, নাগরিকত্ব আইনও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনের আগে CAA ইস্যু নিয়ে মতুয়া (Motua) ভোটে ভাঙন ধরবে না তো?