Homeবিবিধমাসের শুরুতেই কোপ মধ্যবিত্তের হেঁশেলে, একধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

মাসের শুরুতেই কোপ মধ্যবিত্তের হেঁশেলে, একধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ডিসেম্বরের শুরুতেই ফের কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি। আজ অর্থাৎ বুধবার একধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম আজ ২ ডিসেম্বরে লাগু করা হয়েছে। আজ কলকাতায় গ্যাসের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা।

গত জুলাইতে ৪ টাকা ৫০ পয়সা গ্যাস সিলিন্ডারের বৃদ্ধি পেয়েছিল। গত জুন মাসে ৩২ টাকা গ্যাস সিলিন্ডারের বৃদ্ধি পেয়েছিল। এবং গত ফেব্রুয়ারি মাসে ১৪৯ টাকা গ্যাস সিলিন্ডারের বৃদ্ধি পেয়েছিল। সেটাই চলতি বছরের সর্বোচ্চ দামবৃদ্ধি।

সরকারির তেল সংস্থার সাইটে গিয়ে গ্যাসের দাম জানতে পারবেন৷ এবং https://iocl.com/Products/IndaneGas.aspx লিঙ্কে ক্লিক করেও রান্নার গ্যাসের দাম জানতে পারবেন।

এই মুহূর্তে