Friday, March 31, 2023

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ৩০ জনের

আউটলাইন বাংলা ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) খবর আগেই এসেছে। তবে এখন পর্যন্ত পাওয়া খবরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ এ। ইন্দোনেশিয়ায় (Indonesia) আজ ভোররাতে ভূমিকম্প হয় সুলাওসি দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। এখন পর্যন্ত আহত হয়েছেন শতাধিক মানুষ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ম্যাজিনা শহর থেকে ৬ কিলোমিটার উত্তরপূর্বে ১০ কিলোমিটার গভীরে।

কেন্দ্রস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে বহু বাড়ি, হোটেল ও সহ অন্য পরিকাঠামো ভেঙ্গে পরেছে। একটি হাসপতাল ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। হাসপাতালের ধ্বংসস্তূপের নীচে বহু রোগী এবং কর্মী চাপা পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্য চলছে।

পার্শ্ববর্তী প্রদেশগুলিতে মাজেনি এবং মামুজুতে আহতের সংখ্যা প্রাই ৭০০ এর কাছাকাছি। নিহত হয়েছেন কিছুলোক। এই দ্বীপে কম্পনের মাত্রা ছিল ৫.৯। তাই এটি ‘আফটার শক’ অর্থাৎ এটা ভূকম্প পরবর্তী কম্পন হিসেবে ধরা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট