Wednesday, March 22, 2023

এশিয়ান গেমসের স্বর্ণপদক প্রাপ্ত পিংকি প্রামানিক যোগ দিলেন বিজেপিতে

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আগামী বছরেই অর্থাৎ ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচন। তাই আগে ভাগে নির্বাচনের কথা মাথায় রেখে গেরুয়া শিবিরকে আরও মজবুত করতে প্রাক্তন অ্যাথলিট পিংকি প্রামাণিককে (Pinki Pramanik) দলে নিলেন ভারতীয় জনতা পার্টি (BJP)। দলকে মজবুত করার লক্ষ্য হল ২০২১ সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হারিয়ে ক্ষমতায় আসতে চায় ভারতীয় জনতা পার্টি (BJP)।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রাক্তন অ্যাথলিট পিংকি প্রামাণিক (Pinki Pramanik) দলে যোগ দেবার পরেই বিজেপির (BJP) রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) পিংকি প্রামাণিকের (Pinki Pramanik) হাতে দলীয় পতাকা তুলে দেন। গেরুয়া শিবিরে যোগ দিতে পেরে খুশি পিংকি প্রামাণিকও। অ্যাথলিট পিংকি প্রামাণিক ২০০৫ সালে এশিয়ান ইনডোর গেমসে সোনা জিতেছিলেন। এবং ২০০৬ সালে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) রূপো জিতেছিলেন, ওই বছরেই এশিয়ান গেমসেও (Asian Games) সোনা জিতেছিলেন।

এর আগে ফুটবলার মেহতাব হুসেন গত ২১ জুলাই গেরুয়া শিবিরে যোগ দেন, তবে যোগ দেবারে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি নেতৃত্বকে জানিয়ে দেন দল ছাড়ার সিদ্ধান্ত।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট