Home অন্যান্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতের ঘটনা উদ্বেগজনক, দ্রুত আরোগ্য কামনা করে টুইট কেজরিওয়াল-তেজস্বীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতের ঘটনা উদ্বেগজনক, দ্রুত আরোগ্য কামনা করে টুইট কেজরিওয়াল-তেজস্বীর

(Photo-Google)

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নন্দীগ্রামে (Nandigram) গিয়ে পায়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সন্ধেয় নন্দীগ্রামের কয়েকটি মন্দিরে যান মুখ্যমন্ত্রী। রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। এর পরই মাটিতে পড়ে যান মুখ্যমন্ত্রী। তাঁর বাঁ পায়ে, কোমরে ও মাথায় চোট লাগে। তৃণমূলনেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, সেই সময় স্থানীয় কোনও পুলিশ উপস্থিত ছিল না। ছিলেন না পুলিশ সুপারও। অভিযোগ, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে।

মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার ঘটনায় জাতীয় স্তরের রাজনীতিকরাও তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে জানিয়েছেন, “মমতা দিদির উপর আক্রমণের তীব্র নিন্দা করি। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের শীঘ্রই গ্রেফতার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি।“

টুইটটি দেখুনঃ

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এর নেতা তেজস্বী যাদব টুইট করে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে দুষ্কৃতীদের এই কাপুরুষোচিত ও ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা করি। পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে নির্বাচন কমিশনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যেটি নিয়ন্ত্রণ করছে বিজেপি। দেশ জানে, যাদের গণতন্ত্রের উপর কোনও বিশ্বাস নেই তারা পরাজিত হবে বলে অনেক নীচে নামতে পারে। এছাড়াও সপা নেতা অখিলেশ যাদব টুইট করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতের ঘটনা উদ্বেগজনক। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

Exit mobile version