Friday, March 31, 2023

মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় তারাপীঠ মন্দিরে যোগ্য তৃণমূল কংগ্রেসের

আউটলাইন বাংলা নিজস্ব সংবাদদাতা, রিন্টু পাঁজা, বীরভূমঃ নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক গতকাল তিনি হলদিয়া তে নমিনেশন ফাইল জমা করেন এবং নন্দীগ্রামে প্রচারে নামেন। গতকাল সন্ধ্যায় নন্দীগ্রামের কয়েকটি মন্দিরে যান মুখ্যমন্ত্রী। এবং রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটেছে। নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আরোগ্য কামনায় পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় চলছে আরোগ্য কামনায় পুজো যোগ্য এবং বিক্ষোভ মিছিল।

এদিন বৃহস্পতিবার বীরভূমের তারাপীঠ মন্দিরে তৃণমূল কংগ্রেসের এর উদ্দ্যোগে যজ্ঞ ও পুজোর আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, হাঁসন কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা সিউড়ি সদরের প্রাক্তন বিধায়ক অশোক চ্যাটার্জী, রামপুরহাট ২নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুকুমার মুখার্জি, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিনেত্রী সাহারা মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট