Homeজীবন শৈলীকি করে বুঝবেন কোনটা মন খারাপ আর কোনটা ডিপ্রেশন?

কি করে বুঝবেন কোনটা মন খারাপ আর কোনটা ডিপ্রেশন?

আউটলাইন বাংলা হেল্‌থ ডেস্কঃ ডিপ্রেশন শব্দটার এতটাই গভীরতা রয়েছে যে কোনো মানুষের প্রাণও কেরে নিতে পারে এই ডিপ্রেশন। আসলে জীবনের চড়াই উৎরাই এ প্রায় খারাপ সময়ের মধ্যে দিয়ে পেরোতে হয় আমাদের। মন খারাপ লেগেই থাকে। কিন্তু কখন এই মন খারাপ ডিপ্রেশনের রূপ নিয়ে নেয় তা বুঝতেই দেরি হয়ে যায়।

একনজরে জেনে নিন আপনি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা তা বুঝবেন কি করে-

 

১। ডিপ্রেশনের মারাত্বক একটি ব্যাপার হলো আত্মহত্যার প্রচেষ্টা। কোনো ব্যক্তি ক্রমাগত হীনমন্যতায় ভুগলে স্বাভাবিকভাবেই জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং নিজেকে শেষ করে ফেলার প্রবণতা তার মধ্যে দেখা দেয়।

২। ছেলেদের ক্ষেত্রে মানসিক অবসাদের আরেকটি বড় লক্ষণ হলো অতিরিক্ত বিরক্তি, কোনো কারণ ছাড়া রাগ।

৩। নিজেকে সব বিষয়ে দোষী মনে করা কিংবা নিজেকে অন্যের তুলনায় ছোট মনে করাও অবসাদের লক্ষণ।

৪। মানসিক অবসাদ বা ডিপ্রেশনে আক্রান্ত ব্যক্তি জীবনের প্রতি আশাহীন হয়ে পড়ে। তারা এটা মানতেই চায় না যে কিছু ভালো ঘটতে পারে।

আরও পড়ুন- কিছুতেই কাশির সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না? এই নিয়মগুলি মেনে চলুন, দ্রুত সেরে উঠবেন

৫। সব ভালো লাগা কাজের প্রতি উৎসাহ হারানোও কিন্তু মানসিক অবসাদের আরেক লক্ষণ।

৬। মানসিক অবসাদের অন্যতম লক্ষণ হলো সারাক্ষন ক্লান্তি ও ঘুমের সমস্যা।

৭। অবসাদগ্রতস্ত ব্যক্তি হয় খুব বেশি পরিমাণে খেতে শুরু করে বা একেবারেই খাওয়া কমিয়ে দেয়।

৮। মানসিক অবসাদের আরো একটি লক্ষণ হলো অনিয়ন্ত্রিত আবেগ।

 

যদি আপনার সাথে উপরের এই লক্ষণ গুলির মিল থাকে,তাহলে অবশ্যই মানসিক রোগের চিকিৎসকের পরামর্শ নিন। সাইকোলজিস্ট এর কাছে যাওয়া মানেই আপনি পাগল নন। এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে চিকিৎসকের পরামর্শ নিন। এবং মন খুলে সকলের কাছে নিজের সমস্যা বলুন। সদা হাসি খুশি থাকুন। ভালো থাকুন।

এই মুহূর্তে