Archeological survey of India: ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্মৃতিসৌধ

Outlinebangla Desk: করোনার সংক্রমণ রুখতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা শহরের একাধিক পর্যটন কেন্দ্রগুলি ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এবার সেই সময়সীমা বাড়ানো হল। আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্মৃতিসৌধগুলির দরজা।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের ৩১ মে পর্যন্ত সব স্মৃতিসৌধগুলি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল হিন্দিতে একটি টুইট পোস্ট করেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করানো আক্রান্ত ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও মৃত্যুকে কিছুতেই আটকানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের থেকে সুস্থতার হার বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১ জন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস