Outlinebangla Digital Desk: করোনার জেরে জর্জরিত গোটা দেশ। করোনার কঠিন পরিস্থিতিতে গত ৫৫ দিনে দেশের ৫৭৭ জন শিশু তাঁদের বাবা ও মা দুজনকেই হারিয়েছে। এমনই তথ্য দিল কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। এবং বাবা-মা হারা শিশুদের জন্য তিনি বিশেষ পদক্ষেপ নিয়েছে।
তিনি টুইট করে জানান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৫৭৭ জন শিশু করোনায় তাঁদের বাবা ও মা দুজনকেই হারিয়েছে। সঙ্গে জানান সমস্ত বাবা-মা হারা শিশুগুলির দায়িত্ব নিতে প্রস্তুত ভারত সরকার। ওই সমস্ত শিশুদের নিকট আত্মীয়ের থাকার ব্যবস্থা আছে কিনা টা ক্ষতিয়ে দেখা হবে। যদি থাকার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে তাঁদের হোমে রাখার ব্যবস্থা করা হবে।
টুইটটি দেখুনঃ
GOI is committed to support and protect every vulnerable child due to loss of both parents to Covid-19. From 1st April 2021 till 2:00 PM today, the State Governments & UTs across the country have reported 577 children whose parents succumbed to Covid-19.
— Smriti Z Irani (@smritiirani) May 25, 2021
কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে সতর্কীকরণেরও বার্তা দেন, বলেন সোশ্যাল মিডিয়ায় বাবা-মা হারা শিশুদের দত্তকের জন্য যেন কোনোরকম পোস্ট না করা হয়। এই পন্থা সম্পূর্ণ বেআইনি। অন্যথায় দত্তক নেওয়ার নামে শিশুদের পাচার করা যেতে পারে। এক্ষেত্রে চাইল্ড কেয়ার নম্বর ১০৯৮-তে ফোন করে নিজেদের স্থানীয় থানায় যোগাযোগ করতে বলেন।
টুইটটি দেখুন
Please do not share pictures and contact detail of vulnerable children in distress situation in social media. Their identity is to be protected as per law. Instead, inform police, Child welfare committee or Childline 1098.
— Smriti Z Irani (@smritiirani) May 4, 2021