Friday, March 31, 2023

Coronavirus: গত ৫৫ দিনে ৫৭৭ জন শিশু করোনায় বাবা ও মা দুজনকেই হারিয়েছে, জানাল কেন্দ্র

Outlinebangla Digital Desk: করোনার জেরে জর্জরিত গোটা দেশ। করোনার কঠিন পরিস্থিতিতে গত ৫৫ দিনে দেশের ৫৭৭ জন শিশু তাঁদের বাবা ও মা দুজনকেই হারিয়েছে। এমনই তথ্য দিল কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। এবং বাবা-মা হারা শিশুদের জন্য তিনি বিশেষ পদক্ষেপ নিয়েছে।

তিনি টুইট করে জানান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৫৭৭ জন শিশু করোনায় তাঁদের বাবা ও মা দুজনকেই হারিয়েছে। সঙ্গে জানান সমস্ত বাবা-মা হারা শিশুগুলির দায়িত্ব নিতে প্রস্তুত ভারত সরকার। ওই সমস্ত শিশুদের নিকট আত্মীয়ের থাকার ব্যবস্থা আছে কিনা টা ক্ষতিয়ে দেখা হবে। যদি থাকার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে তাঁদের হোমে রাখার ব্যবস্থা করা হবে।

টুইটটি দেখুনঃ

কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে সতর্কীকরণেরও বার্তা দেন, বলেন সোশ্যাল মিডিয়ায় বাবা-মা হারা শিশুদের দত্তকের জন্য যেন কোনোরকম পোস্ট না করা হয়। এই পন্থা সম্পূর্ণ বেআইনি। অন্যথায় দত্তক নেওয়ার নামে শিশুদের পাচার করা যেতে পারে। এক্ষেত্রে চাইল্ড কেয়ার নম্বর ১০৯৮-তে ফোন করে নিজেদের স্থানীয় থানায় যোগাযোগ করতে বলেন।

টুইটটি দেখুন

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট