Outlinebangla Digital: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে এবার বড় আঘাত। বন্ধ হয়ে গেল হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র ‘অ্যাপেল ডেলি’। প্রতিষ্ঠার ২৬ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে পত্রিকাটি। এই পত্রিকায় নিয়মিত চিন সরকারের সমালোচনা করে নানা প্রতিবেদন প্রকাশ পেত।
জানা গেছে, গত সপ্তাহে ৫০০ জন পুলিশকর্মীর একটি বিশাল বাহিনী অ্যাপেল ডেলির অফিসে হানা দেয়। গ্রেপ্তার করা হয় সংবাদপত্রটির মুখ্য সম্পাদক রায়ান ল এবং সিইও চিউং কিম হাং সহ পাঁচজনকে। এছাড়াও পত্রিকাতে প্রকাশিত নানা প্রতিবেদনে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে সংস্থার সব সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জিমি লাইকে একাধিক অভিযোগের কারণে এর আগে গ্রেপ্তার করা হয়।
সংস্থার তরফ একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ” কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, তারা মধ্যরাতের পরপরই অপারেশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।”এছাড়া সমস্ত সম্পদ জব্দের কারণে সামান্য অর্থ দিয়ে এই সংস্থা চালানো সম্ভব নয়। বৃহস্পতিবারের প্রকাশনা চূড়ান্ত মুদ্রিত সংস্করণ হবে।