Homeরঙ্গমঞ্চলাল টুকটুকে সুইম স্যুটে অপরাজিতা আঢ্য, দেখুন অভিনেত্রীর হট লুক

লাল টুকটুকে সুইম স্যুটে অপরাজিতা আঢ্য, দেখুন অভিনেত্রীর হট লুক

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ টেলি সিরিয়াল হোক বা বড় পর্দা সবসময় নিজের দক্ষতার পরিচয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তিনি সকলের কাছে যেমন লক্ষ্মীমন্ত ঠিক তেমনই প্যাশনেট ও মনখোলা।

জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Bengali Actress Aparajita Adhya) বেশিরভাগ সময় কপালে চওড়া সিঁদুর, শাড়ি, বড় গোল টিপ থেকে শুরু করে গয়না বা সাজ পুরোটা জুড়ে থাকে বাঙালিয়ানা। তবে এবার সম্পূর্ণ ভিন্ন রুপে ধরা দিয়েছে অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে, সুইম স্যুটে। একদম ভেজা শরীরে সুইমিং পুলের জলে মধ্যে তিনি।

অভিনেত্রী নিজেই এই ছবি পোস্ট করেছেন। এবং এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়েছে। স্যুইমিং কসটিউম-এ অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya) দেখে খুব খুশি তাঁর অনুগামীরা।

এই মুহূর্তে