Wednesday, March 22, 2023

জলের নিচে উষ্ণ প্রেমে মজেছেন Ankush-Oindrila, দেখুন ছবি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ টলিপাড়ায় হিট জুটিদের মধ্যে অন্যতম অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাঁদের প্রথম ছবি ‘ম্যাজিক’-এর সাফল্যের পর সবকিছু থেকে বিরতি নিয়ে মালদ্বীপে যান ছুটি কাটাতে। সেখানে তাঁরা পাঁচতারা হোটেলে রাত্রিযাপন থেকে জলের নিচে ফটোশুট কোন কিছুই বাদ দেননি।

সম্প্রতি ঐন্দ্রিলা ইনস্ট্রাগ্রামে জলের নিচে ফটোশুটের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, নীল জলের নিচে একে অপরকে ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত। পোস্ট করার পরই সোশ্যাল মিডিয়ায় তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। প্রশংসার সাথে সাথে নানা কুরুচিকর মন্তব্যও পেয়েছেন তাঁরা। তবে তা নিয়ে চিন্তিত নয় এই জুটি।

তবে এর মাঝেও দুঃসংবাদ।মালদ্বীপ ঘুরতে গিয়ে ঐন্দ্রিলা করোনায় আক্রান্ত হন। যদিও কোন উপসর্গ দেখা যায়নি। অঙ্কুশের রিপোর্ট নেগেটিভ ছিল। বেশ কিছুদিন আইসোলেশনে ছিলেন ঐন্দ্রিলা। এরপর সদ্য কলকাতায় ফিরেছেন তাঁরা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট