আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ লড়াই থামে নি। আবার শ্যুটিং ফ্লোরে ফিরলেন ক্যানসার আক্রান্ত জিয়নকাঠি ধারাবাহিকের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। প্রথম কেমো নেওয়ার পর আবার তাকে ক্যামেরার সামনে দেখা গেল।
দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। দুদিন আগে কেমো নিয়েছেন তিনি। আবার ১৯ শে মার্চ কেমো নিতে যাবেন। এই অবস্থায় তিনি হার মানেন নি। তাঁর এই কাজে ফেরার কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে সবসময় তাঁর পাশে আছেন ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী অর্থাৎ পর্দার ‘বামা’।
Keep praying for me 🙏
Posted by Aindrila Sharma on Sunday, March 7, 2021
প্রসঙ্গত, ৫ বছর আগে ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। তবে তিনি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে জিতেছিলেন। ফের একবার তাঁর শরীরে মারণ রোগ ফিরেছে। ঐন্দ্রিলার বিশ্বাস তিনি এবারও সুস্থ হয়ে উঠবেন। তাঁর অনুরাগীরা অভিনেত্রী যাতে সুস্থ হয়ে ওঠে সেই কামনাই করছে।
Back to the shooting floor
#shooting #floor #SunBangla #Jiyonkathi
Posted by Aindrila Sharma on Monday, March 8, 2021