ঝাড়খণ্ড ও বিহারের গরিব দুঃখীদের পাশে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন দম্পতি, দিলেন ১ কোটি টাকা অনুদান

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনা মহামারীর কঠিন পরিস্থিতির সময় ঝাড়খণ্ড ও বিহারের স্বাস্থ্য পরিষেবা খাতে ১ কোটি টাকা অনুদান দিলেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন দম্পতি (Indian-American Couple) । প্রবাসী বাজানা ক্লিনিকের উদ্যোগে মানুষের স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের খাতে ব্যবহার করা হবে এই অনুদান। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন দম্পতি (Indian-American Couple) পেশায় চিকিৎসক। তাঁদের উদ্যোগে এই দুই রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের জন্য অর্থ সাহায্য করা হয়েছে।

গতকাল অর্থাৎ সোমবার, এই অনুদান ঘোষণা করেছে উত্তর আমেরিকার বিহার ঝাড়খণ্ড অ্যাসোসিয়েশন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা রমেশ ও কল্পনা ভাটিয়ার তাঁদের পারিবরিক সংস্থা থেকে ওই দুই রাজ্যের গরিবদের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন খাতে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

এই প্রসঙ্গে, বাজানার সভাপতি অবিনাশ গুপ্ত জানিয়েছেন “রমেশ ও কল্পনা ভাটিয়ার এই অনুদানের ফলে গরিব মানুষদের সাহায্য করার সুযোগ এসেছে। বিরাট অংকের অনুদান পাওয়ায় সামাজিক জনকল্যাণমূলক কাজ করা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে গেছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস