Friday, March 31, 2023

কৃতির লুকে বোল্ড বিগ বি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন খোলা চুল ও অফ শোল্ডার ম্যাক্সি ড্রেসে ‘হট’ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবিতে কমেন্ট করেন বিগ-বি। তারপরই শুরু হয় বিগ-বি কে নিয়ে আলোচনা।

বলিউডের নতুন অভিনেত্রীদের মধ্যে অন্যতম কৃতি। কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়।বিভিন্ন সময়ে ছবি পোস্ট করতে দেখা যায়। এবার যে ছবি দিয়েছেন তা দেখে এক কথায় সাহসী বলা যায়। গ্রীষ্মের ফ্যাশন হিসেবে এই ড্রেসে দেখা যায় তাঁকে। ডিজাইনার প্রীতি জৈন নৈনিটাহা কালেকশনের নিমুহা ব্র্যান্ডের এই পোশাক। তাঁর লুক স্টাইলিস্ট সুক্রীতি গ্রোভার। ছবির সাথে লেখেন, ‘কেউ সালসা করতে চান?’ সেই ছবির কমেন্টে বিগ-বি ওয়াও লিখে হৃদয়ের ইমোজি দেন। এরপরেই নেটিজেনেরা নানারকম মন্তব্য করেন। একজন লিখেছেন, “স্যার, আপনিও”।

কৃতি শ্যানন আপাতত তাঁর নতুন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। শেষ করল বচ্চন পান্ডে ছবির কাজ। সেখানে অক্ষয়ের বিপরীতে তাঁকে দেখা যাবে। তাছাড়া বাহুবলী খ্যাত নায়ক প্রভাসের সাথে কাজ করতে দেখা যাবে আদিপুরুষ ছবিতে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট