Sunday, March 26, 2023

ফের অপারেশন টেবিলে বলিউড ‘শাহেনশা’

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ফের অপারেশন থিয়েটারে বিগ বি। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই জানান সে কথা। কিসের অপারেশন তা এখনো অজানা। তিনি লিখেছেন, “স্বাস্থ্যের অবস্থা…অপারেশন…আর কিছু লিখতে পারছি না।” আপাতত হাসপাতালেই আছেন তিনি। এই পোস্ট দেখে তার অনুরাগীরা খুবই চিন্তিত। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সেই কামনাই করছে অনুগামীরা।

গতবছর করোনার থাবা পড়েছিল বচ্চন পরিবারে। অমিতাভ বচ্চনের সাথে তার পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাইয়ের করোনা পজিটিভ হয়। বাদ পড়ে নি তাঁর নাতনি ছোট্ট আরাধ্যাও। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন হাসপাতালে ভর্তি হলেও ঐশ্বর্য এবং আরাধ্যা ছিল হোম আইসোলেশনে। কিন্তু করোনার এই কঠিন পরিস্থিতিকে কাটিয়ে তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। বলিউডের শাহেনশার হঠাৎ আবার কি হলো তা ভাবিয়ে তুলছে অনুরাগীদের।

সম্প্রতি তিনি অজয় দেবগন ও রকুলপ্রীত সিং এর সঙ্গে নতুন ছবি ‘মে ডে’ এর শুটিং নিয়ে ব্যস্ত। কিন্তু তার মধ্যে অপারেশন টেবিলে উঠতে হচ্ছে তাকে। কারণ যাই হোক আপাতত সকলেই তার সুস্থতার জন্য প্রার্থনা করছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট