আউটলাইন বাংলা ডেস্কঃ ‘লক্ষ্য ২০২১ – টার্গেট বাংলা’ আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি। বিধানসভা নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মোদী বাহিনী। তাই আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে আবারও একবার রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ভোটের সময়ে প্রত্যেক মাসেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী জানুয়ারি মাসে রাজ্য সফরে তিন দিন থাকবে অমিত শাহ, জেপি নাড্ডা। এছাড়াও দিলীপ ঘোষ জানিয়েছেন কোনও কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভোটের সময়ে রাজ্যে সাতদিনও থাকতে পারেন।
গত শনিবার মেদিনীপুরে জনসভার পর, তিনি দলীয় কর্মীদের সাথে সাংগঠনিক বৈঠক করেন শাহ। সুত্রের খবর অনুযায়ী ওই বৈঠকে শাহ বলেন, সংগঠন আরও মজবুত করার কথা,ও আগামী ১৫ জানুয়ারির মধ্যে রাজ্যের সব বুথে কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা সব্যসাচী দত্ত এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।