Salman Khan Being human: তিন কোটি টাকা জালিয়াতির অভিযোগ সালমান এবং আলভিরার বিরুদ্ধে

Outlinebangla Desk: বলিউড অভিনেতা সালমান খান, তাঁর বোন আলভিরা খান সহ ৬ জনকে জালিয়াতির অভিযোগে সমন পাঠাল চন্ডীগড় পুলিশ। চন্ডীগড়ের এক ব্যবসায়ী সালমান খানের বিরুদ্ধে তিন কোটি টাকার প্রতারণার মামলা করেছেন বলে জানা গিয়েছে।এই জালিয়াতির সাথে যুক্ত ‘বিইং হিউম্যান’ সংস্থা।

চন্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তার বক্তব্য অনুযায়ী, ২০১৮ সালে সালমানের ‘বিইং হিউম্যান জুয়েলারি’-র আওতায় তিনি নিজের একটি দোকান খুলেছিলেন। সেই দোকানের জন্য তিনি ২-৩ কোটি টাকা খরচ করেন। সংস্থার তরফে সাহায্য করার আশ্বাস দেওয়া হলেও কোন কথা রাখেনি। এমনকি ওই দোকানে রাখার জন্য কোনও সামগ্রী সংস্থার তরফ থেকে পাঠানো হয়নি। তিনি আরও জানান, শোরুমের উদ্ধোধনে সালমানের আসার কথা থাকলেও তিনি কোনো কারণে আসতে পারেননি। তাঁর বদলে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা।

আগামী ১৩ জুলাই এই অভিযোগের জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা সহ বাকিদের ডেকে পাঠানো হয়েছে। পুলিশ সুপার কেতন বনসল জানিয়েছেন,আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাঁরা যদি না আসেন, বা পুলিশ জবাবে সন্তুষ্ট না হয়।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস