নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ জেলা সভাপতির নির্দেশ যে দলের প্রধান এবং কর্মীরা শুনছে না আবারও তার প্রমাণ মিললো। এবার অভিযোগ বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের কয়থা ২ নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। দলের প্রধানের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে দলের অন্যান্য সমর্থকরা।
নিজের দলের দুঃস্থ পরিবার কে ঘর না দিয়ে অন্য এলাকার যাদের পাকা বাড়ি আছে এমন লোককে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ, এর পাশাপাশি ঘরের নাম না থাকলেও ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। এই প্রধানের বিরুদ্ধে এলকার লোক বিডিও কে অভিযোগ জানাতে আসেন। অভিযোগ কারীদের দাবী এই প্রধান কে বরখাস্ত করতে হবে । তা না হলে এর পড় জেলাশাসক এমন কি মুখ্যমন্ত্রী কে বিষয়টি জানানো হবে।
আরও দেখুন- এবার করোনা আক্রান্ত সাংসদ লকেট চট্টোপাধ্যায়, নিজেই ট্যুইট করে জানালেন
অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস দিয়েছে ব্লক আধিকারিক। তবে প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ দলের নেতৃত্ব কে জানানো হবে বলে জানান তৃণমূল অঞ্চল সভাপতি। বহুদিন ধরেই এই ধরনের অভিযোগ আসছে, কোথাও আবার একই লোক ২ বার টাকা পেয়েছেন এমনটাও শোনা যাচ্ছে। ফলে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষ। এই সব কিছু নিয়ে গ্রামের মানুষ অভিযোগ জানান বি.ডি.ও কে।