Outlinebangla Desk: করোনা পরিস্থিতিতে বেসামাল ভারত। করোনা সংক্রমণ থেকে পড়ুয়াদের বাঁচাতে দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক মে মাসে দেশব্যাপী সবধরনের পরীক্ষা বাতিলের নির্দেশ জারি করল। তবে অনলাইন পরীক্ষা হতে পারে বলেও জানানো হয়েছে।
করোনায় আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে। তার সাথে বাড়ছে মৃত্যুহারও। তবে গত দুদিন করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী। এই অবস্থায় গত সোমবার শিক্ষা মন্ত্রক জানিয়েছেন, এই সিদ্ধান্ত জুনের প্রথম সপ্তাহে পর্যালোচনা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি নিতে না চায় তাকে উৎসাহিত করতে হবে এবং অবশ্যই করোনা বিধি মেনে চলতে হবে। এমনকি প্রতিষ্ঠানের কারোর কোনো সাহায্যের দরকার হলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য করা হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন।