আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই টেলিকম সংস্থা জিও (Jio) তার গ্রাহকদের জন্য নিয়ে এল খুশির খবর। ২০২১-এর ১ জানুয়ারি থেকে ডোমেস্টিক ভয়েস কলের জন্য কোনও চার্জ লাগবে না। টেলিকম সংস্থা জিও (Jio) interconnect usage charges (IUC) চার্জ তুলে নিচ্ছে।
এতদিন জিও থেকে জিও-তে কল সব সময় ফ্রি ছিল। কিন্তু এবার থেকে দেশের যে কোন স্থানে যে কোনও নেটওয়ার্কে কল সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। অর্থাৎ কল করার জন্য কোনো চার্জ লাগবে না জিও গ্রাহকদের। গত সেপ্টেম্বর মাস থেকে Telecom Regulatory Authority of India (TRAI) IUC চার্জ নেওয়া হবে বলে জানিয়েছিল, এবং এই ঘোষণার পরই অন্য নেটওয়ার্কে কল-এর ক্ষেত্রে ফ্রি পরিষেবা তুলে দেয় টেলিকম সংস্থা জিও।
তবে এই বিষয়ে জিও-র তরফে আগেই জানানো হয়েছিল, আইওসি interconnect usage charges (IUC) চার্জ উঠলেই আবার অন্য নেটওয়ার্কে কল ফ্রি হয়ে যাবে। বলা চলে, প্রতিশ্রুতি মতো জিও সংস্থা জানিয়েছে, দেশের যে কোনও প্রান্তে যে কোনও নেটওয়ার্কে ফ্রি-তে কল করতে পারবেন জিও গ্রাহকরা, কোনো রকম চার্জ ছাড়াই।