আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রজনীকান্তের পর এবার বিয়ার গ্রিলসের (Bear Grylls) সঙ্গে অ্যাডভেঞ্চার করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। অর্থাৎ ইনটু দ্য ওয়াইল্ড-র (Into The Wild) বিয়ার গ্রিলসের নতুন অতিথি অক্ষয়। অক্ষয় কুমার (Akshay Kumar) এই শো-এর প্রোমো ইতিমধ্যে শেয়ার করেছেন সোশ্যাল সাইটে।
এই অ্যাডভেঞ্চার মূলক এপিসোডটি দেখানো হবে ১১ সেপ্টেম্বর ডিসকভারি প্লাস ও ১৪ সেপ্টেম্বর ডিসকভারি চ্যানেলে। ভারতে যতবার বিয়ার গ্রিলস (Bear Grylls) ইনটু দ্য ওয়াইল্ড-র (Into The Wild) যতবার শো করেছেন ঠিক তত বারই তিনি কোনো না কোনো জনপ্রিয় সেলিব্রিটিকে তাঁর সঙ্গে দেখা গিয়েছে।
You thinking I mad… but mad only going into the wild. #IntoTheWildWithBearGrylls@BearGrylls @DiscoveryPlusIn @DiscoveryIN pic.twitter.com/q5LXat2xdL
— Akshay Kumar (@akshaykumar) August 21, 2020
এর আগে বিয়ার গ্রিলসের (Bear Grylls) সঙ্গে নরেন্দ্র মোদি কে দেখা গিয়েছিল, এবং তার পর দেখা গিয়েছিল রজনীকান্তকে। অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) তাঁর নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, “তোমরা ভাবছ আমি পাগল! কিন্তু পাগলরাই ইনটু দ্য ওয়াইল্ডে (Into The Wild) যায়।