Friday, March 24, 2023

Into The Wild With Bear Grylls-এর আসন্ন পর্বে অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমারকে

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রজনীকান্তের পর এবার বিয়ার গ্রিলসের (Bear Grylls) সঙ্গে অ্যাডভেঞ্চার করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। অর্থাৎ ইনটু দ্য ওয়াইল্ড-র (Into The Wild) বিয়ার গ্রিলসের নতুন অতিথি অক্ষয়। অক্ষয় কুমার (Akshay Kumar) এই শো-এর প্রোমো ইতিমধ্যে শেয়ার করেছেন সোশ্যাল সাইটে।

এই অ্যাডভেঞ্চার মূলক এপিসোডটি দেখানো হবে ১১ সেপ্টেম্বর ডিসকভারি প্লাস ও ১৪ সেপ্টেম্বর ডিসকভারি চ্যানেলে। ভারতে যতবার বিয়ার গ্রিলস (Bear Grylls) ইনটু দ্য ওয়াইল্ড-র (Into The Wild) যতবার শো করেছেন ঠিক তত বারই তিনি কোনো না কোনো জনপ্রিয় সেলিব্রিটিকে তাঁর সঙ্গে দেখা গিয়েছে।

এর আগে বিয়ার গ্রিলসের (Bear Grylls) সঙ্গে নরেন্দ্র মোদি কে দেখা গিয়েছিল, এবং তার পর দেখা গিয়েছিল রজনীকান্তকে। অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) তাঁর নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, “তোমরা ভাবছ আমি পাগল! কিন্তু পাগলরাই ইনটু দ্য ওয়াইল্ডে (Into The Wild) যায়।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট