Outlinebangla Digital Desk: বলিউডের অভিনেতাদের মধ্যে অন্যতম ফিট হলেন অক্ষয় কুমার। স্বাস্থ্যের বিষয়ে বেশ সচেতন তিনি। কিন্তু জানা গেছে, হঠাৎ করেই তিনি ওজন বাড়িয়েছেন। তাও আবার মায়ের হাতের রান্না খেয়ে। কিন্তু কেন? এর রহস্য অভিনেতা নিজেই জানালেন।
অক্ষয় কুমারের আগামী ছবির পরিচালক আনন্দ এল রাইয়ের ‘রক্ষা বন্ধন’ এর জন্য তাঁকে ৫ কেজি ওজন বাড়াতে হয়েছে। তবে এক্সারসাইজ বা ট্রেনারের পরামর্শ নিয়ে নয়। স্বাভাবিক পদ্ধতিতে ওজন বাড়িয়েছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, “মায়ের হাতের হালুয়া খেয়ে ওজন বাড়িয়েছি! এটাও এক রকম আশীর্বাদ।”এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ভূমি পেডনেকরকে।
ভাইবোনের গল্প ‘রক্ষা বন্ধন’ এর থিম। গত বছর রাখির দিনই ছবির ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। এই ছবিটি নিজের বোন অলকা ভাটিয়াকে উৎসর্গ করেছেন অভিনেতা। তিনি বলেছেন, ‘‘আমার জীবনের প্রথম বন্ধু অলকা। ওর সঙ্গেই ছোটবেলার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি।”