Outlinebangla Desk: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। প্রথম ঢেউ সামলে নিলেও দ্বিতীয় ঢেউ সামলাতে বেসামাল ভারত। এপ্রিল থেকে হু হু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু সংখ্যা। ভারত করোনা আক্রান্ত তৃতীয় দেশ,যেখানে মৃতের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গেল। ভারতের আগে করোনা আক্রান্ত হয়ে ৩ লক্ষের বেশি মানুষ মারা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে।
করোনায় মোট মৃতের নিরিখে এক নম্বরে আমেরিকা। এখনও পর্যন্ত করোনার প্রকোপে মারা গেছেন ৫ লক্ষ ৮৯ হাজার ৭০৩ জন। অন্য দিকে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে করোনায় মারা গেছেন ৪ লক্ষ ৪৮ হাজার ২০৮ জন। তৃতীয় স্থানে আছে ভারত। রবিবার পর্যন্ত দেশে মোট করোনায় মারা গেছেন ৩ লক্ষ ২ হাজার ৭৪৪ জন।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশ জুড়ে অক্সিজেনের সংকট দেখা দিয়েছিল। হাসপাতালে বেড নেই। প্রয়োজনীয় ওষুধ নেই। পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সারা দেশে। যদিও এই মুহূর্তে দেশের করোনা গ্রাফ কিছুটা নিম্নমুখী। মৃতের সংখ্যা কিছুটা কমেছে। বেড়েছে সুস্থতার হার। মনে করা হচ্ছে সারা দেশের কড়া বিধিনিষেধ,লকডাউন, সাধারণ মানুষের সচেতনতার কারণেই আক্রান্তের সংখ্যা কমছে।