Thursday, March 23, 2023

দিদিকে বলোর পর পৌরসভা কে বলো টোল-ফ্রি নম্বর রামপুরহাটে

নিজস্ব সংবাদদাতা, রামপুরহাটঃ রামপুরহাট শহরের জনসাধারণের যে কোন প্রকার অভাব অভিযোগ থাকলে তা সরাসরি ১৮০০১২৩২৭৮০ এই টোল ফ্রি নম্বরে জানালে তৎক্ষণাৎ সমাধান করা হবে।

আজ টোল-ফ্রি নম্বরের শুভ সূচনা করে জানালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী ডঃ আশীষ বন্দ্যোপাধ্যায় মহাশয়। বহুদিন থেকেই বহু বিষয়ে সমস্যা রয়েছে সাধারন মানুষের। কাকে কিভাবে জনাবেন সেই রাস্তা খুঁজছিলেন সাধারন মানুষ। সঠিক বেক্তিকে না জানানোর ফলে অনেক কাজ আটকে ছিল, কোনো কোনো জায়গায় কাজ হয় নি। এবের সব কিছু মাথায় রেখে পৌরসভা কে বলো টোল-ফ্রি নম্বর।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর দিদিকে বলো কর্মসূচী এবং টোল-ফ্রি নম্বর ব্যাপক সারা ফেলেছিল। অনেক মানুষের সুরাহা হয়েছে তাতে। এবারে সেই কথা মাথায় রেখে রামপুরহাট পৌরসভা শুরু করল পৌরসভা কে বলো টোল-ফ্রি নম্বর। এই নম্বরে ফোন করে সাধারন মানুষ তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট