আউটলাইন বাংলা ডেস্ক: আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি। আজ সৌরভের সঙ্গে দেখা করেন দেবী শেঠী। এর পর মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। তারপর তিনি জানান মহারাজের সঠিক সময়ে সঠিক চিকিৎসা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সৌরভ একেবারে ফিট। স্বাভাবিক জীবনযাপন তো বটেই কিছুদিন পর ম্যারাথনও দৌড়াতে পারবেন সৌরভ। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন, বিমানও চালাতে পারবেন। কোনও সমস্যা হবে না’। সৌরভের চিকিৎসায় নতুন করে ১০ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের অন্যতম হলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।
আজ সকালে দেবী শেঠি বেঙ্গালুরু থেকে কোলকাতায় পৌঁছান। সবশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেঠি প্রথমেই বলেন, ‘হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই। শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনও সমস্যা হবে না। একেবারে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন মহারাজ।’ তিনি আরও বলেন আলিপুরের হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত তৎপরতা ও দক্ষতার সঙ্গে সৌরভের চিকিৎসা করেছেন। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয়েছে।