Friday, March 31, 2023

সুস্থতার পথে দেশ, দৈনিক সংক্রমণ নামল ২ লক্ষের নীচে

Outlinebangla Digital Desk: প্রায় ৪০ দিন পর কিছুটা স্বস্তি পেল দেশবাসী। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে নেমে এসেছে। মাত্র দু’সপ্তাহ আগেই ভারতে দৈনিক সংক্রমণ ৪ লক্ষের গন্ডি পেরিয়েছিল। কমতে কমতে মঙ্গলবার তা আবার দু’লক্ষের নীচে নামল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪ জন। আক্রান্তের সাথে মৃত্যুহার কিছুটা নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন ৩,৫১১ জন। মোট দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লক্ষ ০৭ হাজার ২৩১জন। ভারত করোনা আক্রান্ত তৃতীয় দেশ যেখানে মৃতের সংখ্যা ৩ লক্ষের গন্ডি ছাড়িয়েছে।

তবে আক্রান্তের থেকে সুস্থতার হার অনেকটা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন। দেশে কড়া বিধি-নিষেধ, লকডাউন ও সাধারণ মানুষের সচেতনতার কারণে আক্রান্তের সংখ্যা কমেছে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র তামিলনাড়ুতে দৈনিক আক্রান্ত ৩০ হাজারের বেশি। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। অন্যদিকে মোট ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট