আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ সালটা ২০১৫ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যান্সারে আক্রান্ত হন। কিন্তু ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে জিতেছিলেন তিনি। এবং শুরু করেছিলেন অভিনয়। তবে ফের মারণ রোগে আক্রান্ত হলেন জিয়নকাঠি ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
কাঁধে প্রচন্ড ব্যথা নিয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরীক্ষায় ধরা পড়ে তার ফুসফুসে টিউমার হয়েছে। বায়োপসি রিপোর্টের অপেক্ষায় ছিলেন। রিপোর্ট হাতে পেতেই জানা যায় ফের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। ইনস্টাগ্রামে লাইভে এসে তিনি নিজেই তাঁর অসুস্থতার খবর দেন। এবং ইনস্টা প্রোফাইল থেকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন।
অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন, ‘লড়াই শুরু হল। তবে তাঁর কাছে ক্যান্সার মানেই মৃত্যু নয়। অসুস্থ হওয়ার জন্য আপাতত কাজ থেকে কিছুদিন বিরতি নিতে হবে। দ্রুত সুস্থ হয়ে যেন কাজে ফিরতে পারেন সেই প্রার্থনা করছে তার অনুরাগীরা।