Homeরঙ্গমঞ্চTMC প্রার্থী তালিকায় ঠাঁই না হওয়াই, মুখ খুললেন অভিনেতা সৌরভ

TMC প্রার্থী তালিকায় ঠাঁই না হওয়াই, মুখ খুললেন অভিনেতা সৌরভ

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। সবাই ব্যস্ত ২০২১ এর নির্বাচন নিয়ে। তার সাথেই টলি সেলেবরা তৃণমূল,বিজেপিতে মুড়ি-মুড়কির মতো যোগ দিয়েছেন। সেই তালিকায় নাম ছিল মন্টু পাইলট অর্থাৎ সৌরভ দাসের।২২ শে জানুয়ারি তৃণমূলে যোগ দেন। কিন্তু তার একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই তার গোটা জগত পাল্টে যায়।

সৌরভের জন্মদিনের একটি ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।যা দেখে নেটনাগরিকদের মতে সৌরভ তাঁর বোনের সাথে অশালীন আচরণ করেছেন। এই ঘটনার পর নানা কটাক্ষের শিকার হন তিনি।শেষ পর্যন্ত সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। সৌরভ জানায়, এই বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। তাঁর পরিবারকেও ট্রমার মধ্য দিয়ে যেতে হচ্ছে। অভিনেতা ইনস্টাগ্রামে গোটা ভিডিও পোস্ট করে বলেন, ‘নিজেকে একটু স্পষ্ট করে মেলে না ধরলে এই কুৎসিত কথাবার্তার কোনও লাগাম থাকবে না। তাই ইনস্টাগ্রামে ওই ভিডিয়োর অন্য অংশ পোস্ট করে লেখাটা লিখেছিলাম।‘

এই বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়ানোর কথা ছিল সৌরভের। কিন্তু এই ঘটনার পর তিনি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রাখেন। তবে ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর সাথে প্রচারে যোগ দিতে চান তিনি। সৌরভ জানিয়েছেন, ‘মানুষের জন্য কাজ করতে চাই, এই কথাটা এত লোক এত ভাবে বলে বেড়াচ্ছেন যে কথাটার ওজন কমে গিয়েছে। বাবার মতো মানুষের সাহায্য করব। এর জন্য জন্য প্রার্থী হওয়ার দরকার নেই।‘

এই মুহূর্তে